দিল্লির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ১০ মহিলা এবং ৫ নাবালকসহ ২৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়। পুলিশ দাবি করছে, আটকরা অবৈধ অনুপ্রবেশকারী। তাদের মধ্যে ২৩ জনকে উত্তর প্রদেশের কানপুর দেহাত থেকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটকরা আট বছর ধরে কোনো ভিসা বা বৈধ ভ্রমণ নথি ছাড়াই ভারতে বসবাস করছিলেন। দিল্লি পুলিশের অতিরিক্ত ডিসিপি (দক্ষিণ-পূর্ব) ঐশ্বর্য শর্মা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে হাসান শেখ (৩৫) এবং আবদুল শেখ (৩৭) নামে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা উভয়েই বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তাদের বেশ কয়েকজন আত্মীয় এবং সহযোগী কানপুর দেহাত এলাকায় বসবাস করছেন। সেই তথ্যের ভিত্তিতে, একটি পুলিশ দল দেহাত এলাকায় অভিযান চালিয়ে আরও ২৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। তারা ময়লা-আবর্জনা সংগ্রহকারী (র্যাগ পিকার্স), কৃষি শ্রমিক অথবা নৈমিত্তিক পেশায় যুক্ত ছিল। পুলিশ জানিয়েছে, খুব দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। তার আগে আরও আইনি আনুষ্ঠানিকতার জন্য বাংলাদেশিদের দিল্লির সরাই কালে খান এলাকায় এমসিডির অস্থায়ী আটক কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে।