লক্ষ্মীপুরে রাশেদা বেগম নামের এক মধ্যবয়সি নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে ইমন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সকালে পৌর শহরের জেলা স্টেডিয়ামের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাশেদা বেগম স্বামীর মৃত্যুর পর একাই থাকতেন। সম্প্রতি তার প্রতিবেশী ইমনের স্ত্রীর সঙ্গে তুচ্ছ ঘটনায় বাকবিতন্ডা হয়। গতকাল ভোরে ফজরের নামাজের জন্য অজু করতে বের হলে তার ঘরে ঢুকে পড়ে ইমন। এক পর্যায়ে এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে তাকে হত্যা করে ইমন। পরে ঘরের পাটাতনে লুকিয়ে থাকেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে ইমনকে আটক করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) রেজাউল হক বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।