ভারতের বিহারে ১৮তম বিধানসভা নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের ৯০ শতাংশই আর্থিক দিক থেকে কোটিপতি। নবনির্বাচিত প্রতি ১০ জন বিধায়কের মধ্যে নয়জনই কোটিপতি, যা ২০২০ সালের বিধানসভার তুলনায় অনেকটা বেশি। প্রার্থীদের হলফনামার বিশ্লেষণে দেখা গেছে, রাজ্যটির ২৪৩ জন বিধায়কের মধ্যে ২১৮ জনই (৯০ শতাংশ) কোটিপতি অর্থাৎ ১ কোটি রুপির বেশি সম্পদের মালিক। যেখানে গত বিধানসভায় ১৯৪ জন (৮১%) কোটিপতি ছিলেন। সে ক্ষেত্রে গত পাঁচ বছরে কোটিপতি বিধায়কের হার ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিধায়কদের ব্যক্তিগত সম্পদের উত্থানও একইভাবে লক্ষণীয়। ভোট নজরদারি সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ (এডিআর) এবং ইলেকশন ওয়াচের যৌথ মূল্যায়ন অনুসারে, বিধায়কদের গড় সম্পদের মূল্য প্রায় দ্বিগুণ হয়েছে।
সে ক্ষেত্রে ২০২০ সালে ৪.৩২ কোটি রুপি থেকে বেড়ে এখন ৯.২ কোটি রুপিতে দাঁড়িয়েছে।
সবচেয়ে বিত্তবান ও দরিদ্রতম বিধায়কদের মধ্যে সম্পদের ব্যবধানও চোখে পড়ার মতো। তালিকার শীর্ষে রয়েছেন ১৭০ কোটি রুপির মালিক মুঙ্গেরের বিজেপি বিধায়ক কুমার প্রণয়, যেখানে তারই দলের সহকর্মী পিরপৈন্তির বিধায়ক মুরারি পাসওয়ানের ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৬ লাখ রুপির কিছু বেশি। আবার মোকামার জেডিইউ বিধায়ক অনন্ত সিংহের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি রুপিরও বেশি, আর আগিয়াওনের বিজেপি বিধায়ক মহেশ পাসওয়ানের সম্পত্তির পরিমাণ ৮ লাখ রুপির কিছু বেশি। সব দলের বিধায়কের সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ২,১৯৩ কোটি রুপি।
বিহারের নতুন বিধানসভায় প্রায় প্রতিটি ছোট-বড় দলেরই কোটিপতি বিধায়কদের আধিপত্য রয়েছে। ক্ষমতাসীন জোট এনডিএর সহযোগী দলগুলোর মধ্যে ‘জনতা দল ইউনাইটেড’ (জেডিইউ)-এর ৮৫ বিধায়কের মধ্যে ৭৮ জন কোটিপতি, বিজেপির ৮৯ বিধায়কের মধ্যে ৭৭ জন, লোক জনশক্তি পার্টি (এলজেপি-আরভি)-এর ১৯ বিধায়কের মধ্যে ১৬ জন, হিন্দুস্তান আওয়াম মোর্চা’ (হ্যাম)-এর ৫ বিধায়কের মধ্যে ৪ জন, রাষ্ট্রীয় লোক মোর্চা (আরএলএম)-এর চারজন বিধায়কই কোটিপতি।
অন্যদিকে বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’-এর শরিক দল ‘রাষ্ট্রীয় জনতা দল’ (আরজেডি) ২৫ বিধায়কের মধ্যে ২৪ জন, কংগ্রেসের ৬ বিধায়কের প্রতেকে, সিপিআইএমের একমাত্র বিধায়ক এবং সিপিআইএমএলের দুই বিধায়কের মধ্যে একজন কোটিপতি। অন্য দলগুলোর মধ্যে ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর পাঁচজন বিধায়কই কোটিপতি। তবে বিধায়কদের গড় সম্পদের তালিকার শীর্ষে রয়েছে জাতীয় লোক মোর্চা (আরএলএম)। তাদের মাত্র চারজন বিধায়ক থাকা সত্ত্বেও তাদের গড় সম্পদের পরিমাণ ২২.৯৩ কোটি রুপি।
এলজেপির (আরভি) ১৬ জন বিধায়কের গড় সম্পদ ১৩.৬৬ কোটি রুপি, জেডিইউর ৭৮ জন বিধায়কের গড় সম্পদ ৯.৫৩ কোটি রুপি, বিজেপির ৭৭ একজন বিধায়কের গড় সম্পদ ৮.৬৮ কোটি রুপি, আরজেডির ২৪ জনের গড় সম্পদ ৫.৮০ কোটি রুপি, কংগ্রেসের ছয় বিধায়কের গড় সম্পদ ৪.৮২ কোটি রুপি, হ্যামের চার বিধায়কের গড় সম্পদ ৬.১৬ কোটি রুপি, এআইএমআইএমের পাঁচ বিধায়কের গড় সম্পদ ২.১ কোটি রুপি।