শারীরিক ইচ্ছা কার বেশি এমন প্রশ্ন করলেই চলে আসে নারী বা পুরুষের প্রসঙ্গ। অবশ্য আজ এখানে নারী বা পুরুষের কথা বলা হচ্ছে না। একটি মাংস বিক্রেতা সংস্থা নিজেদের ব্যবসার স্বার্থে নিরামিষ এবং আমিষ ভোজীদের উপর সমীক্ষা চালিয়ে দেখতে চেয়েছে, কাদের যৌন ইচ্ছা বেশি। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে আপনিও দেখে নিন সেই সমীক্ষার ফল-
১) ৪২ শতাংশ মানুষ যারা কম করে দিনে একবার মাংস খান। তাদের ওপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে সপ্তাহে কম করে একবার তাদের সঙ্গীর সঙ্গে যৌনতায় জড়ান।
২) মাত্র ১৬ শতাংশ নিরামিষ ভোজী বা যারা কম করে ১৫ দিনে একবার মাংস খান তাদের ওপর সমীক্ষায় দেখা যায়, তারা বেশি যৌনতায় আসক্ত।
৩) ওয়েলসে সর্বাধিক ৪৯ শতাংশ, ব্রিটেনে ৪৬ শতাংশ এবং স্কটল্যান্ডে ৪০ শতাংশ মানুষদের ওপর সমীক্ষা চালানোর পর ফলাফলে এগিয়ে মাংসভোজীরা।
৪) সংস্থাটির তাদের সমীক্ষায় দেখে, কোনও যুগল রোমান্টিক ডিনারে গেলে মাংস খাওয়া কারা কারা বেশি পছন্দ করে। যেমন, ফ্রাই রাম্প বা সেরলিন স্টেক, রোস্টেড ডিনার, স্প্যাগেটি বোলোজনি এবং কারি মেনু পছন্দের সংখ্যা কেমন তাও দেখা হয়। এবং কাদের মধ্যে যৌন ইচ্ছা বাড়ে।
৫) এছারাও অনেক গবেষনায় দেখা গেছে আমিষ ভোজীদের তুলনায় নিরামিষ ভোজীদের যৌন জীবন অনেকটাই সুখকর। কিন্তু অনেকেই এই তথ্য মানতে চান না।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর