রাজধানীর হাতিরঝিলে আয়োজিত টার্কিশ এয়ারলাইনস অ্যাক্টিভপালস হাফ ম্যারাথন ২০২৫-এ অফিসিয়াল হসপিটালিটি পার্টনার হিসেবে যুক্ত হয়েছে রেনেসাঁস ঢাকা গুলশান হোটেল।
হোটেল কর্তৃপক্ষ জানায়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী, আয়োজক ও সহযোগীদের জন্য তারা প্রিমিয়াম সাপোর্ট ও সেবা প্রদান করেছে, যাতে পুরো আয়োজনটি নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত হয়।
এই সহযোগিতাকে হোটেলটির কমিউনিটি এনগেজমেন্টে অঙ্গীকার এবং স্বাস্থ্য, সুস্থতা ও একাত্মতার চেতনা প্রচারের অংশ হিসেবে দেখা হচ্ছে। ম্যারাথন আয়োজনটি পেশাদার অ্যাথলেট, ফিটনেস অনুরাগী ও সাধারণ মানুষকে একত্রিত করেছে শক্তি, সহনশীলতা ও অধ্যবসায় উদযাপনের জন্য।
রেনেসাঁস ঢাকা গুলশান হোটেল মেরিয়ট ইন্টারন্যাশনালের একটি ব্র্যান্ড, যা ব্যবসায়িক ও অবসর ভ্রমণকারীদের জন্য বিলাসবহুল আবাসন, চমৎকার খাবার এবং আধুনিক সুবিধাসহ সমসাময়িক অভিজ্ঞতা প্রদান করে আসছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ