ভালো ডাক্তার হওয়ার আগে ভালো মানুষ হতে মেডিকেল শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। তিনি বলেন,‘তোমাদের মনে রাখতে হবে, জনগণের টাকায় তোমরা ডাক্তার হতে যাচ্ছো। তাই তোমাদেরকে জনগণের সেবায় আত্ম-নিয়োগ করতে হবে। উত্তম ব্যবহার ও আন্তরিক চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে জনগনের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।’
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল চত্ত্বরে নেত্রকোনা মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ এবং ‘নেত্রকোনা মেডিকেল কলেজের’ এমবিবিএস ২য় ব্যাচ’র ওরিয়েন্টেশন কোর্স ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের জনগণকে স্বাধীনতা এনে দিয়েছেন উল্লেখ করে আশরাফ আলী খান খসরু বলেন, বর্তমানে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, শিক্ষার বিস্তার ও মান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় ও একটি করে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে তিনি নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও নেত্রকোনা মেডিকেল কলেজ নামে একটি মেডিকেল কলেজও প্রতিষ্ঠা করেছেন।
নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার আধুনিক চিকিৎসা সেবা জনগনের দ্বোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য নিরলসভাবে কাজ করছে। তোমরা যাতে ভাল মানের ডাক্তার হতে পারো তার জন্যও সব ধরণের কার্যকর উদ্যোগ নিয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব