সরকার ২০২৪ সালে মেঘনা সেতুর ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। তিনি বলেন, মেঘনা নদীর চাঁদপুর-শরীয়তপুর পয়েন্টে এই সেতু নির্মাণ করা হবে। সেতুটি নির্মাণ হলে দেশের পূর্ব, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মানুষ উপকৃত হবে। ফলে এসব অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। এই এলাকার মানুষের জীবনমান অনেক উন্নত হবে।
শুক্রবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচাস্থ রয়েল হল পার্টি সেন্টারে ‘শরীয়তপুর সাংবাদিক সমিতি-ঢাকা’ আয়োজিত দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২০ এ প্রধান অতিথির বক্তৃতায় উপমন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান, যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন।
উপমন্ত্রী বলেন, রাজনীতিতে ভিন্ন মতাদর্শ থাকবে। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা, বাংলাদেশ নিয়ে নিয়ে কোন মতভেদ থাকতে পারে না। বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর অপর নাম বাংলাদেশ। যারা মুজিববর্ষ পালন করবে না, তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিশ্বাস করে না।
বিডি-প্রতিদিন/মাহবুব