কৃষকের ধান ক্রয়ে কোনো দুর্নীতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, কৃষক যাতে ধানের ন্যায্যমূল্য পায় তা নিশ্চিত করতে এবং কোনো মধ্যস্বত্ত্বভোগী যাতে সুযোগ গ্রহণ করতে না পারে সে ব্যাপারে কঠোর থাকতে হবে।
শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় আমন সংগ্রহ উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী আরও বলেন, আগে বিদেশ থেকে চাল না এলে আমাদের খাদ্যের ঘাটতি পূরণ হতো না। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। আমরা উদ্বৃত্ত খাদ্য রপ্তানি করার জন্য চেষ্টা করছি। কৃষক যাতে ধানের সঠিক দাম পায় সেজন্য অন্যান্য যে কোনো সময়ের চেয়ে চড়া দাম দিয়ে ধান কেনা হচ্ছে।
জেলা প্রশাসক এজেডএম নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, পুলিশ সুপার এমএ রাকিব, মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মো. এরফান আলী প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক