২৮ জানুয়ারি, ২০২০ ১১:২৬

এই মুহূর্তে চীন থেকে কাউকে দেশে না আনলে ভালো হয়: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

এই মুহূর্তে চীন থেকে কাউকে দেশে না আনলে ভালো হয়: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখন পর্যন্ত দেশে করোনাভাইরাস আসেনি। আমি মনে করি এই মুহূর্তে চীন থেকে কাউকে দেশে না নিয়ে এলে ভালো হয়। সেইসঙ্গে চীন ভ্রমণকে আমরা নিরুৎসাহিত করবো ভাইরাস প্রতিরোধের স্বার্থেই। সরকারের তরফ থেকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আজ মঙ্গলবার  রাজধানীর সোনারগাঁও হোটেলে কলেরা ও পুষ্টি বিষয়ক এশিয়া সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অপুষ্টিজনিত সমস্যার কারণে শিশুদের মধ্যে অনেক স্বাস্থ্য সমস্যা কাটানো যাচ্ছে না। সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এই সমস্যা কাটানোর কাজ চলছে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর