মহামারী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে চীনা নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা দেয়া সাময়িক বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ।
আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ইতালি সফর নিয়ে আয়োজন করা হয় এ সংবাদ সম্মেলন।
গত ডিসেম্বরে ছড়িয়ে পড়ার পর করোনাভাইরাসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০৪ জনের এবং আক্রান্ত হয়েছে ১৪ হাজারের বেশি মানুষ। গতকাল শনিবার চীন থেকে ৩০০ এর বেশি নাগরিকদের দেশে ফিরিয়েছে বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয়, ভারত, ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি বেশ তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়েছেন। পাশাপাশি চীন সফর করেছেন এমন পর্যটকদের ঢুকতে দিচ্ছে না অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, জাপান
বিডি প্রতিদিন/ফারজানা