দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি বলেছেন, চীন মিয়ানমারকে প্রত্যাবাসন শুরু করার জন্য স্পষ্ট বলে দিয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে জাতিসংঘে চীন, মিয়ানমার ও বাংলাদেশ ত্রিপাক্ষিক আলোচনাও হয়েছে। সেখানে প্রত্যাবাসন করার কথা তারা জানিয়েছে। প্রত্যাবাসনের সকল প্রক্রিয়াও নেওয়া হচ্ছে। এর পূর্বে প্রধানমন্ত্রী চীন সফর করে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।
প্রতিমন্ত্রী গতকাল বুধবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে এসব কথা বলেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক মহলকে সাথে নিয়ে তাদের নাগরিক অধিকার, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করে প্রত্যাবাসনের প্রক্রিয়া নেয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায় চেষ্টা করছে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করে রোহিঙ্গাদের নাগরিক অধিকার, শিক্ষা, চিকিৎসা, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে প্রত্যাবাসন করতে। সে বিষয়ে চীন ও মিয়ানমার দূতাবাসের সঙ্গে কথা হয়েছে। তারা আগের চেয়ে অনেক ইতিবাচক এবং তারাও চাচ্ছে রোহিঙ্গা সমস্যা সমাধান হোক, রোহিঙ্গা সম্প্রদায় নিরাপত্তার সঙ্গে নিজ দেশে ফিরে যাক।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি, স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল মাসুদ উদ্দিন, বীর মোস্তাক হোসেন রবি, জুয়েল আরেং, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, শরানার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মাহবুবুল আলম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাং শাহজাহান আলিসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক