সরকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে কোনো বৈষম্য করে না। সমতলে যে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে তার সাথে মিল রেখে পাহাড়েও উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে বাস্তবায়িত বঙ্গবন্ধু পৌর আবাসন প্রকল্পের উদ্বোধন শেষে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।
এসময় মন্ত্রী আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সরকার পার্বত্য জেলা পরিষদে বেশ কিছু বিভাগকে হস্তান্তর করেছে। এ অঞ্চলের উন্নয়নকে আরও বেগবান করতে প্রয়োজনে পার্বত্য জেলা পরিষদের সাথে আলোচনা করে কিছু বিভাগ হস্তান্তার ও কিছু বিষয়ে পৌরসভার সাথে সমন্বয় করারও পরামর্শ দেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। এখানকার পাহাড়েও ভেদাভেদ না রেখে তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
তিনি অভিযোগ করে বলেন, স্বাস্থ্য সেবার জন্য বিএনপির আমলে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তা নতুন করে চালু করেছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর মানুষ পথ হারা হয়ে পড়ে। শেখ হাসিনাকে পেয়ে মানুষ আবার নতুন করে সঠিক পথ পেয়েছে।
মতবিনিময় সভা শেষে কুমিল্লা টিলা এলাকায় নির্মিত বঙ্গবন্ধু আবাসন প্রকল্পের বাড়ি পাওয়া ৩৪টি পরিবারের মাঝে চাবি হস্তান্তর করেন। বাড়ি পেয়ে পঙ্গু রেজাউল ও প্রতিবন্ধী সাজু জানান, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাগড়াছড়ির পৌর মেয়য়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বাড়ি পেয়ে মহাখুশি।
আবাসন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, স্থানীয় সরকার মন্ত্রণলয়ের সচিব হেলাল উদ্দিন, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, এলজিডির চিফ ইঞ্জিনিয়ার, খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফয়জুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল্লাহ মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিনসহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে ৩ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে আবাসন প্রকল্পে ৩৪টি বসতবাড়ি নির্মাণ করা হয়। প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, বিধবা, স্বামী পরিত্যক্ততা নারীসহ হতদরিদ্ররা পেয়েছেন এসব বাড়ি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন