পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা অত্যন্ত জোরালো। তাঁর নেতৃত্বে ও আন্তরিকতায় বাংলাদেশের নারী সমাজ আজ সারাবিশ্বে সম্মানের আসনে অধিষ্ঠিত।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম বাংলাদেশে নারী স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রদূত, পুলিশের এসপি, বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর, বিচারপতি ও সেনা কর্মকর্তাসহ নানান পদমর্যাদায় নিয়োগ দিয়ে- নারীকে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। যা অন্য কোনও সরকার প্রধান করতে পারেনি।
আজ শুক্রবার রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, পুরুষের পাশাপাশি নারীদের যত বেশি রাষ্ট্রীয় কাজে সম্পৃক্ত করা যাবে দেশ তত বেশি সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশের নারীরা যে অত্যন্ত মেধাবী, তা ইতিমধ্যে প্রমাণ হয়েছে তাদের নিয়োজিত বিভিন্ন কাজ সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের মধ্যদিয়ে। বিধবা নারীদের ভাতা প্রদান শেখ হাসিনার সরকারই চালু করে। আগে সন্তানের জন্মসনদে শুধু পিতার নাম লেখা হতো। এখন পিতার পাশাপাশি মায়ের নাম লেখার নিয়মও এই সরকারই চালু করেছে। নারী সমাজের উন্নয়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
লালমাটিয়া মহিলা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক সচিব সুরাইয়া বেগমের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড. রফিকুল ইসলাম ও সংগঠনের সাধারণ সম্পাদক রোকেয়া প্রাচী প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক