পরিবেশ বন ও জলবায়ূ পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ২০২৫ সালের মধ্যে পরিবেশের জন্য ক্ষতিকারক সকল ইট ভাটা বন্ধ করে দেবে সরকার। ভাটায় পোড়ানো ইটগুলো পরিবেশের জন্য খুবই ক্ষতিকর।
আজ শনিবার দুপুরে সিলেটের হরিপুরে বাঘেরখালে পরিবেশ বান্ধব ইট কারখানা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এসময় তিনি বলেন, ইটভাটাগুলো দিন দিন ফসলি জমি নষ্ট করছে। ব্যাপক ক্ষতি করছে পরিবেশের। তাই এখন থেকে সবাইকে পরিবেশ বান্ধব ব্লক ইট ব্যবহারের চেষ্টা করতে হবে।
পরিবেশ বান্ধব ‘ইকোইট’র প্রধান নির্বাহী কর্মকর্তা মিঠু তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ কে এম রফিক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইসরাত জাহান পান্না, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট রণজিৎ সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ