বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতায় আসেন হত্যাযজ্ঞের মাধ্যমে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, বিএনপি যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তিনিই ক্ষমতায় এসেছিলেন হত্যাযজ্ঞ ও বন্দুকের নলের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত সত্য কথা। বর্তমান সরকার জনগণের সরকার এবং জনগণের ভোটেই ক্ষমতায় এসেছে।
শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের এক প্রশ্নে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ১৯৭৩ সালে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা জনগণের ভোটে নির্বাচিত হয়ে দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই বর্তমান সরকারকে জনগণ ভালবাসে।
তিনি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় যোগদান করেন এবং আগামী ৬ মার্চ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেন। এসময় উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার জীবনকে আহবায়ক পৌর কাউন্সিলর আবু জাহের ও অ্যাডভোকেট মকবুল হোসেন তালুকদারকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট সম্মেলন কমিটি গঠন করা হয়। এসময় বর্ধিত সভায় কউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার জীবন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো. আজহারুল ইসলাম ও রুহুল আমিন ভূঁইয়া বকুল, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েলসহ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। পরে মন্ত্রী বায়েক ইউনিয়নের শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের নলকূপ থেকে গ্যাস উত্তোলণের স্থানটি পরিদর্শন করেন। এসময় আইন সচিব গোলাম সারোয়ার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার জীবন উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক