কৃষিমন্ত্রী ড. মো.আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সেবার মান্নোয়নের প্রতি জোর তাগিদ দিয়ে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, দেশের গতিশীল উন্নয়নকে টেকসই করতে মানসম্মত, গুণগত শিক্ষার বিকল্প নেই। এ জন্য দক্ষ প্রশিক্ষিত শিক্ষকের প্রয়োজন। সু-স্বাস্থ্য প্রয়োজন। জনগণের স্বাস্থ্য সেবা উন্নত করতে কাজ করে যাচ্ছে সরকার।
শনিবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তঃবিভাগ ও আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের আইসিটি ভবন উদ্বোধনকালে পৃথক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি বদিউল আলম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী তাইজুল ইসলাম, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান, ডা. আমিনুল রসুল জাকি প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এম আজিজুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হিরা, উপজেলা নিবার্হী অফিসার আরিফা সিদ্দিকা, সাবেক উপজেলা জেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার