২৯ ফেব্রুয়ারি, ২০২০ ১৮:১৪

আমাদের কাছে গডফাদার বা গডমাদার বলে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

চুয়াডাঙ্গা প্রতিনিধি

আমাদের কাছে গডফাদার বা গডমাদার বলে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমাদের কাছে গডফাদার বা গডমাদার বলে কিছু নেই। অপরাধী যেই হোক, তাকেই আমরা সনাক্ত করবো, তাকেই আমরা বিচারের আওতায় আনবো।’

শনিবার বিকালে চুয়াডাঙ্গার দর্শনা থানা উদ্বোধনকালে সম্প্রতি আটক যুবলীগ নেত্রী পাপিয়ার গডফাদার বিষয়ে এ কথা বলেন তিনি।

থানা উদ্বোধন শেষে মন্ত্রী দর্শনা সরকারি কলেজ মাঠে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি আয়োজিত জঙ্গিবাদ ও মাদকবিরোধী মহাসমাবেশে অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, ঝিনাইদহ-৪ আসনের সংসদস সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল, খুলনা বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন হাওলাদার ও খুলনার ডিআইজি খন্দকার মহিদ উদ্দিন।

মহাসমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা বিধান করতে বদ্ধপরিকর। মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ এ সরকারের অন্যতম অঙ্গীকার।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর