শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় ২৯ কোটি টাকা ব্যয়ে নতুন আরেকটি ৫০ শয্যাবিশিষ্ট আধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
গতকাল বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে নড়িয়া পৌরসভার বৈশাখী পাড়া এলাকায় নতুন স্বাস্থ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও বিজয় দিবস উপলক্ষে গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবার জন্য ফ্রি মেডিকেল টিম উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। এ মেডিকেল টিমের মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক শামীম বলেন, আপনারা শপথ নিন, আসন্ন পৌরসভা নির্বাচনে বঙ্গবন্ধুর প্রশ্নে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে এবং আওয়ামী লীগের প্রশ্নে কেউ আপস করবেন না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না। আমরা বিজয়ের মাসে শপথ নিয়ে সবাই ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব এবং সরকারের সকল উন্নয়নে ভূমিকা রাখব।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, শরীয়তপুর সিভিল সার্জন ডা. এস এম আব্দুল্লা-আল-মুরাদ, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, নড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু রাড়ী, নড়িয়া থানার ওসি মো. হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ