২২ জানুয়ারি, ২০২১ ১৫:৪৬

পানিসম্পদ মন্ত্রণালয়ের সক্ষমতা বেড়েছে: শামীম

শরীয়তপুর প্রতিনিধি

পানিসম্পদ মন্ত্রণালয়ের সক্ষমতা বেড়েছে: শামীম

পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সার্বিক তত্বাবধায়নে করোনা ঝুঁকির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায়ে রেখে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভাঙ্গন রোধে কাজ করে চলছে।  আগামীতে যেন আর একটি বাড়ি ঘর না ভাঙ্গে সে লক্ষে ডেলটা প্লান করে কাজ এগিয়ে নেওয়ার কাজ চলছে। ইতিমধ্যে শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ডান তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। শুক্রবার সকালে পদ্মার ডানতীর রক্ষা বেড়িবাঁধ প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শনে এসে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী বর্ষাকে সামনে রেখে নড়িয়াসহ সারা বাংলাদেশের মানুষকে ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য করোনা ঝুঁকির মধ্যেও কাজ করে যাচ্ছে পানিসম্পদ মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে পানিসম্পদ মন্ত্রণালয়ের সক্ষমতা বেড়েছে আগে থেকে অনেক গুণ। বিগত ৪০-৫০ বছর আগের ঝুকিপূর্ণ বাঁধগুলোকে আমরা সুপার ডাইকে পরিণত করেছি। এ ছাড়াও আমরা বাংলাদেশের মানুষকে স্থায়ীভাবে বন্যা, জলোচ্ছাস ও নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে কাজ করে যাচ্ছি। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর