৮ এপ্রিল, ২০২১ ০১:৩৭

ই-কমার্স অপরিহার্য প্রয়োজন: মোস্তাফা জব্বার

অনলাইন ডেস্ক

ই-কমার্স অপরিহার্য প্রয়োজন: মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ফাইল ছবি

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ই-কমার্স সেবা আজ অপরিহার্য প্রয়োজনে পরিণত হয়েছে। এই ইকমার্সের সঙ্গে ডাক বিভাগের সক্ষমতাকে একত্রিত করলে গ্রামীণ ই-কমার্সের ব্যাপ্তি আরও বাড়ানো সম্ভব। 

ইকমার্স দিবস উপলক্ষে বুধবার (৭ এপ্রিল) রাতে ‘ই-কমার্স ফর লিভিং’ শিরোনামে আয়োজিত এক অনলাইন আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ৭ এপ্রিল পালিত হয়েছে ই-কমার্স দিবস। ২০১৫ সাল থেকে দিনটিকে ইকমার্স দিবস হিসেবে উদযাপন করে আসছে ইকমার্স ব্যবসায়ীদের সংগঠন ই- ক্যাব। 

সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের ই-কমার্স এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়েছে প্রবৃদ্ধির একটা উদাহরণ হিসেবে। এটা সম্ভব হয়েছে ই-ক্যাবের সম্মিলিত প্রচেষ্টা এবং এ সেক্টরের কর্মীদের একনিষ্ঠ পরিশ্রমের কারণে।  

তিনি বলেন, পৃথিবীর যে তিনটি দেশ করোনাকালীন অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এতে ই-ক্যাব সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর