১৩ জুন, ২০২১ ১৮:০৭

বিসিকের 'ওয়ান স্টপ সার্ভিস' যেন সফল হয় : শিল্পমন্ত্রী

অনলাইন ডেস্ক

বিসিকের 'ওয়ান স্টপ সার্ভিস' যেন সফল হয় : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ফাইল ছবি

বিসিকের অন্যান্য সব ক্ষেত্রের মত 'ওয়ান স্টপ সার্ভিস' যেন সফল হয় উল্লেখ করে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বিসিকের ‘ওয়ান স্টপ সার্ভিস’ কে ‘নন স্টপ সার্ভিস’ দিতে হবে।

আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ‘ওয়ান স্টপ সার্ভিস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ওয়ান স্টপ সার্ভিস হওয়াতে যেমন আনন্দ, তেমনি দায়িত্ব অনেক বেশি। বিসিকের ‘ওয়ান স্টপ সার্ভিস’ সেন্টার উদ্বোধনের মাধ্যমে বিসিক নতুন যুগে প্রবেশ করলো। এর ফলে নতুন নতুন বিনিয়োগ ও শিল্পায়নের গতি ত্বরান্বিত হবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। ‘ওয়ান স্টপ সার্ভিস’ যেন কার্যকর ‘ওয়ান স্টপ সার্ভিস’ই হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

বিসিকের চেয়ারম্যান মো. মোশতাক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম, শিল্পসচিব জাকিয়া সুলতানা এবং এসবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর