১৫ জুন, ২০২১ ২০:৩০

ব্যবসায়ীরা সৎ না হলে তাদের বিচার আল্লাহ করবেন : খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

ব্যবসায়ীরা সৎ না হলে তাদের বিচার আল্লাহ করবেন : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ফাইল ছবি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‌‘আমাদের ব্যবসায়ীরা যদি সৎ না হয়, লাভ বেশি করতে চায়, মানবতাবিরোধী কাজ করতে চায়, তাহলে তাদের বিচার আল্লাহ করবেন।’

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিতব্য খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, বিদেশ থেকে চাল আমদানি না হলে চালের কেজি হত ১০০ টাকা। তাই সরকার খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষিকে যান্ত্রিক আধুনিকরণ করছে। স্বল্পমূল্যে সার দেওয়া হচ্ছে। কীটনাশক দেওয়া হচ্ছে। উন্নত গবেষণা হচ্ছে।

এ বছর চুক্তি অনুযায়ী খাদ্য গুদামের মিল মালিকরা চাল সরবরাহ না করতে পারলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।  

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ১০ লাখ রোহিঙ্গাকে পুষতে হচ্ছে। প্রতিবছর রোহিঙ্গাদের ২০ হাজার শিশু জন্ম নিচ্ছে। এদের খাওয়াচ্ছে সরকার। সার্বিক চিন্তা করলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তবে আমাদের সততার প্রশ্ন আছে। ব্যবসায়ীরা সবাই যদি সৎ না হয় তাহলে দেশের ভাগ্য উন্নয়ন হয় না। প্রধানমন্ত্রী যে চেষ্টা করে যাচ্ছেন তার সাথে আমাদের সমপর্যায়ের কাজ করতে হবে।
 
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর