১৬ জুন, ২০২১ ১৫:৩৫

আগস্টে আসছে কোভ্যাক্সের ১০ লাখ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

আগস্টে আসছে কোভ্যাক্সের ১০ লাখ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী আগস্টে দেশে কোভ্যাক্সের ১০ লাখ টিকা আসছে। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এ সময় তিনি বলেন, যতোগুলো টিকা উৎপাদনকারী সংস্থা বা দেশ আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আমরা তাদের প্রস্তাব দিয়েছি, আমরা সরাসরি ক্রয় করতে চাই বা আমাদের দেশে উৎপাদন করেন। সেটা সরকারি বা বেসরকারি পর্যায়ে হোক।
 
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চীনের সিনোভ্যাকের টিকা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। যারা নিবন্ধন করেও টিকা পাননি তাদের আগে এই টিকা দেওয়া হবে। এছাড়াও স্বাস্থ্যকর্মী, পুলিশ, মেডিক্যাল-ডেন্টাল শিক্ষার্থী, পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী, মেগা প্রকল্পে কর্মরত এবং দেশে অবস্থিত বিদেশিরা টিকা পাবেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর