মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরদেহ পাওয়া যায়নি। কাঠের বাক্স দাফন করা হয়েছিল। ডিএনএ টেস্ট করে যদি জিয়ার মাজারে তার অস্তিত্ব পাওয়া যায়, তাহলে আমি নাকে খত দিয়ে ক্ষমা চাইব। আমি চ্যালেঞ্জ করি, সেখানে জিয়ার কোনো বডি নাই।
আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদের আয়োজনে ‘বঙ্গবন্ধুর আদর্শ হত্যা রোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বিএনপি জিয়ার লাশের খোঁজ পেয়েছে। তাহলে ছবি কোথায়? জিয়া হত্যার নিন্দা জানাই। জিয়া রাষ্ট্রপতি ছিলেন। ব্যক্তি জিয়ার সঙ্গে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু প্রকৃত ইতিহাসের স্বার্থে এই সত্য সকলের জানা দরকার।’