পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান বলেছেন, ‘বঙ্গবন্ধু একজন তাত্ত্বিক মানুষ ছিলেন। তিনি শুরু থেকে জনগণের প্রতিনিধিত্ব করতে পেরেছেন। কারণ, বঙ্গবন্ধুর কথায় বাবা-চাচার মনের ভাষা শোনা যেত। তার মধ্যে মিশে ছিল বাংলার ধানগাছ-মাছের গন্ধ।’
আজ সোমবার বিকালে ভার্চুয়াল মাধ্যমে ‘বঙ্গবন্ধুর শিল্পায়ন দর্শন : আজকের বাংলাদেশ’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) উদ্যোগে আয়োজিত এই ওয়েবিনারে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর সমসাময়িক সময়ের ছিলাম আমি। ৬০-এর দশক থেকে আমরা বঙ্গবন্ধুতে আচ্ছন্ন ছিলাম। আর বঙ্গবন্ধুর চিন্তা-চেতনা ছিল শোষণের বিরুদ্ধে স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিজস্বতা তৈরি করা নিয়ে। পাকিস্তানের বিরুদ্ধে তার যে ক্রোধ, সেটা দেখে সকলে আবেগ নিয়ে তাকে গ্রহণ করতেন। তিনি বাঙালি হিসেবে নিজের মূল পরিচয়কে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সেটা সকলে সাদরে গ্রহণ করেছে।’
এতে সভাপতির বক্তব্যে বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধূরী (পারভেজ) বলেন, ‘আমরা যে এসডিজি নিয়ে কথা বলছি, সেটার একটি সুপ্ত চিন্তাধারা বঙ্গবন্ধুর স্বপ্নে ছিল, যা তিনি স্বাধীনতার আগেই ভেবেছিলেন। আর স্বাধীনতার পরে তার কার্যক্রমেও সেগুলোর প্রতিফলন ছিল।’
ওয়েবিনারে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন, বিডব্লিউসিসিআইয়ের সভাপতি সেলিমা আহমাদ, শিল্পসচিব জাকিয়া সুলতানাসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও অর্থনীতিবিদ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ