বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, উন্নত বাংলাদেশ গড়ার জন্য ব্যবসা বাণিজ্যের বিকল্প নেই। ব্যবসা বাণিজ্যে সক্ষমতা অর্জনে প্রশিক্ষণ ও অভিজ্ঞতার উপর গুরুত্বারোপ করেন তিনি। বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) আয়োজিত ‘রুলস এন্ড প্রসিডিউরস ফর ইমপোর্ট এন্ড এক্সপোর্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
গত ৩ অক্টোবর ২০২১ তারিখে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে দেশি-বিদেশি ৩৩ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। আজ সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন বাণিজ্যমন্ত্রী ।
এ সময় তিনি বলেন, ব্যবসায় অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ ব্যস্থাপক গড়ে তুলতে বিএফটিআই আয়োজিত এ প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী। আমাদের প্রতিযোগী দেশসমূহ প্রতিনিয়ত বাণিজ্য প্রক্রিয়া আরো সহজ করার জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সরকার বিশ্ববাজারে বাংলাদেশকে আরো প্রতিযোগিতা সক্ষম করে তুলতে বাণিজ্য সহজিকরনের উদ্দেশ্যে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। দ্রুত ও কার্যকর বাণিজ্যের জন্য আমদানি, রপ্তানি, শুল্ক পদ্ধতি এবং ডকুমেন্টেশন প্রক্রিয়া সম্পর্কে সঠিক জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ অনুষ্ঠানে বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে বিএফটিআই বাণিজ্য সংক্রান্ত গুণগত মানসম্পন্ন গবেষণা, প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানের মাধ্যমে সরকারের ও প্রাইভেট সেক্টরের একটি যোগ্য সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।
সভাপতির বক্তব্যে বিএফটিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব, ড. মো. জাফর উদ্দীন বলেন, বিএফটিআই নিয়মিতভাবে পাবলিক ও প্রাইভেট সেক্টরের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বছরব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের কর্মসূচী গ্রহণ করেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান ও বিএফটিআই এর পরিচালক মো. ওবায়দুল আজম।
বিডি প্রতিদিন/আল আমীন