পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকতে দুর্নীতি করে অর্থ লুটপাট করে, দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানায়। নির্বিচারে মানুষকে হত্যা, নারী ও শিশু ধর্ষণ করে। আর ক্ষমতায় বাইরে থাকতে আগুন সন্ত্রাস-বোমাবাজির কারণে বিএনপি এখন জনবিচ্ছন্ন। এই দুই কারণেই আগামীতে মানুষ বিএনপিকে ভোট দেবে না।
আজ বিকালে শরীয়তপুরের সখিপুরে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, বিএনপির কাজই হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা, দেশ বিরোধী ষড়যন্ত্র করা। এসব করে ক্ষমতায় যাওয়া যায় না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এদেশের জনগণ একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ। উন্নয়ন, অগ্রগতির ধারা অব্যাহত রাখতে এদেশের জনগণ বারবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে।
সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির মাদবরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সহ-সভাপতি জিতু মিয়া বেপারী, মোজাম্মেল হক মোল্যা, কহিনুর সুলতানা দোলা, নাসির সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মানিক সরদার প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত