মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, পূজা অনুষ্ঠানে কোনো প্রকার সহিংসতা বরদাস্ত করা হবে না। একটি ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে বাঁচতে চাই। সমাজের ক্ষতিকারক দুষ্টু চক্রের কাছ থেকে কেবল দূরে থাকলেই চলবে না। তাদের প্রতিহত করতে হবে।
শনিবার পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার অডিটোরিয়ামে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বিভিন্ন মন্দিরে নগদ অর্থ ও প্রধানমন্ত্রীর অনুদানের চাল বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধে আমরা সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। স্বাধীনতা যুদ্ধে সব ধর্মের মানুষ রক্ত দিয়েছে। দেশে সকল ধর্মের মানুষের ধর্ম কর্ম চলে আসছে। আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। সকল ধর্মের মানুষের সহ অবস্থানের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতির মাঝে আমাদের বসবাস।
উপজেলা পূজা পরিষদের সভাপতি শশাংক রঞ্জন সমদ্দারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. সাইদুর রহমানর, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার রেবেকা খান, জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ প্রমুখ।
অনুষ্ঠানে ১১৮টি পূজা মণ্ডপের জন্য প্রধানমন্ত্রীর দেয়া অনুদান (৫০০ কেজি করে চাল), মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রীর নিজস্ব তহবিলের অনুদান, জেলা পরিষদের অনুদান এবং হিন্দু কল্যাণ ট্রাষ্ট থেকে দেয়া অনুদান বিতরণ করা হয়। পরে মন্ত্রী উপজেলার গুয়ারেখা ইউনিয়নে রাজবাড়ী কলেজের ও পাটিকেলবাড়ী মাদ্রাসার চারতলা বিশিষ্ট ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন, ব্রিজের উদ্বোধন এবং এগার গ্রাম স্কুল মাঠে হাডুডু খেলার পুরস্কার বিতরণ করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন