১৯ অক্টোবর, ২০২১ ১৬:৫১

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি:

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যুব সমাজকে বুঝিয়ে ষড়যন্ত্র রুখে দিতে হবে। মাঝে মধ্যে শোনা যায় সরকারি চাল বাজারে বিক্রি হচ্ছে। এখন কোন চাল কোনো রেশনের তা বস্তায় লেখা থাকে। জিআর, টিআর যে রেশনের চাল হোক বস্তার গায়ে লেখা থাকে কাজেই বস্তা পরিবর্তন ছাড়া চাল বিক্রি করা কঠিন।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের শিবালয়ে হাউসহোল্ড সাইলো বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এ কথা বলেন। খাদ্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় হাউসহোল্ড সাইলো বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জে-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবর রহমান, মানিকগঞ্জের পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান, শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও শিবালয় উপজেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো: রেজাউল রহমান খান জানুসহ নানা শ্রেণিপেশার মানুষ। 

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর