আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, পৃথিবীর অনেক দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। সে তুলনায় বাংলাদেশের অবস্থান অনেক ভালো। শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবস্থা আরও ভালো করবো। অল্প ক’দিনের মধ্যেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে। এ পদ্মা সেতু উদ্বোধনের পর বাংলাদেশের অর্থনীতির চাকা আরও সমৃদ্ধ হবে।
রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা কলেজ প্রাঙ্গণে মন্ত্রীর মা জাহানারা হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সংগঠন ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।
বাংলাদেশের উন্নয়ন বিএনপি-জামায়াতের সহ্য হচ্ছে না উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ একমাত্র দল বাংলাদেশের স্বাধীনতা এবং উন্নয়নে অবদান রেখেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে উন্নত রাষ্ট্র গঠন করতে পারবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া জীবন, পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন ও কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই