বিমানবন্দরে স্বর্ণচোরাচালানের সঙ্গে বিমানের কেউ না কেউ জড়িত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বলেছেন, ‘এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন ছাড়া অন্যান্য এয়ারলাইনেও সোনা পাওয়া গেছে। এ বিষয়ে আমরা সতর্ক আছি। আগেও এসব ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
আজ বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পর্যটন প্রতিমন্ত্রী বলেন, ‘গতকাল আটক হওয়া আব্দুল আজিজের ডিউটি খাবার দেওয়ার গাড়ি, ক্যারিয়ারে ছিল না। তার সঙ্গে আরও অনেকে জড়িত। তার কাছে কেউ না কেউ হস্তান্তর করেছে।’
উল্লেখ্য, এর আগে, গতকাল বুধবার বিমানবন্দরে ৮ কেজি ওজনের ৭০টি স্বর্ণবারসহ আবদুল আজিজ আকন্দ নামে বিমানের বিএফসিসির এক কর্মীকে আটক করে ঢাকা কাস্টম। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিমানের ক্যাটারিং সেন্টার সরজমিন পরিদর্শনে আসেন বিমান প্রতিমন্ত্রী।
বিডি-প্রতিদিন/শফিক