‘দেশের মানুষ শান্তিতে আছে, স্বস্তির মধ্যে আছে’, উল্লেখ করে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘একদিকে কোভিড, অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গোটা বিশ্ব অস্থির অবস্থার ভেতর। কিন্তু এ সুযোগটা নিয়ে একটি মহল ও গোষ্ঠী চক্রান্ত করে যাচ্ছে।’
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মহাকাল নাট্য সম্প্রদায় আয়োজিত ‘প্রাণ হরণ করা যায়, চেতনা নয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর কল্যাণে আজ লাখ লাখ ঘরহীন মানুষ ঘর পেয়েছে। বাংলাদেশ যেন বিশ্বের সব দেশেরে সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে তার জন্য ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম এগিয়েছে।’
তিনি বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা এবং এ হত্যাচেষ্টার যে ক্ষেত্র, সেই গল্প নিয়েই তৈরি হয়েছে শ্রাবণ ট্রাজেডি নাটক। এ হত্যা কোনো অপরিকল্পিত বা তাৎক্ষণিক ঘটনা ছিল না। সেটিই সত্য এবং তা আমরা এ নাটকের মাধ্যমে দেখতে পাব। বঙ্গবন্ধু নিজে সংস্কৃতি ভালোবাসতেন, সংগঠন ভালোবাসতেন এবং সংগঠন করেছেন। আমাদের সাংস্কৃতিক সংগঠনগুলো আরও অনেক ভালো কাজ নিয়ে এগিয়ে যাবে বলে আমার প্রত্যাশা।’
মহাকাল নাট্য সম্প্রদায়ের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, ড. মোহাম্মদ জাকেরুল আবেদীন, মহাকাল নাট্য সম্প্রদায়ের বর্তমান সভাপতি মীর জাহিদ হাসান প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ