৪ অক্টোবর, ২০২২ ১৭:১৮

দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী

নসরুল হামিদ (ফাইল ছবি)

দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ২-৩ ঘণ্টা লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, বিষয়টি নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে বিদ্যুৎ বিভাগ।

তিনি বলেন, ‘আমরা আশা করছি সন্ধ্যার মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে যাবে।’

মঙ্গলবার বিকাল পৌনে ৫টায় মোবাইল ফোনে (বর্তমানে তিনি দেশের বাইরে) গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

প্রসঙ্গত, আশুগঞ্জ গ্রিডে ত্রুটির কারণে জাতীয় গ্রিডে বিপর্যয় (ট্রিপ) ঘটেছে। এর ফলে হঠাৎ করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের অধিকাংশ জেলায় বিদ্যুৎ নেই। তবে রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর