৪ অক্টোবর, ২০২২ ১৮:২৫

বাংলাদেশে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে অসুস্থতা বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

বাংলাদেশে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে অসুস্থতা বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী

জাহিদ মালেক (ফাইল ছবি)

বাংলাদেশে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে অসুস্থতা তো বাড়ছেই পাশাপাশি অন্য কোনো ওষুধ এবং চিকিৎসাও কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে এ মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় তিনি আরও বলেন, 'প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক সেবন করা হচ্ছে। কোর্স সম্পন্ন করা হয় না। তাছাড়া অপ্রয়োজনীয় ও উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক সেবন করা হচ্ছে।'

প্রাণি খাদ্যে অ্যান্টিবায়োটেক ব্যবহৃত হওয়ায় খাবারেও অ্যান্টিবায়োটিক চলে আসছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এ ক্ষেত্রে আইনও খুব সবল না হওয়ায়, কঠিন আইন প্রণয়নের কাজ চলমান রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, ডেঙ্গু রোগী বাড়ছে, বেশকিছু মানুষ মারাও গেছেন। চিকিৎসা চলমান আছে। তবে, জনসচেতনতা জরুরি বলেও মত দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর