৪ অক্টোবর, ২০২২ ১৯:৪৭

প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাবে সম্প্রীতির বাংলাদেশ : খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাবে সম্প্রীতির বাংলাদেশ : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ফাইল ছবি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আবহমান কাল থেকেই বাংলাদেশ অসাম্প্রদায়িক বন্ধনে আবদ্ধ হয়ে ‘ধর্ম যার যার, উৎসব সবার’ নীতিতে চলছে। এদেশের ৯৯ শতাংশ মানুষ অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। মাত্র এক শতাংশ মানুষ সাম্প্রদায়িক, যারা মাঝে মধ্যে ঝামেলা করে। এ কারণে অসাম্প্রদায়িক রাজনীতির পরিবর্তে সাম্প্রদায়িক রাজনীতি চলে আসবে-এটা আমি মনে করি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সম্প্রীতির বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।

মঙ্গলবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার মজুমদার বাড়ি শিবপুর বারোয়ারি দুর্গা মন্দিরসহ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
 
খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। সম্প্রীতিতে বাংলাদেশ একটি রোল মডেল। আর এ রোল মডেল নিয়েই আমরা বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবো।

দেশের মানুষ শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছে উল্লেখ করে তিনি বলেন, করোনাকালে বিগত তিন বছর জাঁকজমকভাবে পূজা উদযাপন সম্ভব হয়নি। তবে এ বছর দর্শনার্থী বেড়েছে। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর