নেত্রকোনায় মরমী বাউল সাধক উকিল মুন্সীর স্মৃতি কেন্দ্র উদ্বোধনকালে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জঙ্গিবাদকে রুখে দাঁড়াবার জন্য আমাদের সংস্কৃতির প্রসার ছাড়া আর কোনো পথ নেই। আপনারা জানেন যে জাতির পিতা বলেছিলেন, সেই উক্তি এখনো ধ্রুব সত্য যে একটি দেশের স্বাধীনতা ততক্ষণ পর্যন্ত পূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত না তার সাংস্কৃতিক স্বাধীনতা আসে।
রবিবার দুপুরে তিনি মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের জৈনপুর গ্রামে বাউল সাধক উকিল মুন্সী স্মরণে সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক ৪ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে নির্মিত উকিলমুন্সী স্মৃতি কেন্দ্র উদ্বোধনকালে এসব কথা বলেন।
আলোচনার পূর্বে বাউল উকিল মুন্সীর কালজয়ী গান 'আষাঢ় মাইস্যা ভাসা পানি' ও 'শোয়াচান পাখি'র মতো জনপ্রিয় সেই গানগুলো পরিবেশন করেন ঢাকা থেকে আগত এবং স্থানীয় শিল্পীবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল