পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষকে শোষনমুক্ত করতে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করে ছেন। কিন্তু স্বাধীনতা বিরোধীরা ১৯৭৫ সালেরর ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে জাতিকে কলঙ্কিত করেছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে জাতিকে কলঙ্কমুক্ত করে স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধুর বাংলাদেশকে মাথা উচু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে অপরাধ দমন করে সুশাসন প্রতিষ্ঠা করে বাংলাদেশের মানুষের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে সরকার।
শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রবিবার (১৪ মে) সকাল দশটায় অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান উপদেষ্টার বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সরকারের সকল উন্নয়নে সাধারণ মানুষকে সহযোগিতার আহ্বান জানান তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে শেখ হাসিনার কোনও বিকল্প নেই।
জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে জেলা আইনশৃংখলা কমিটির সভায় উপদেষ্টা হিসেবে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এমপি, পুলিশ সুপার মো. সাইফুল হক, ছয় উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, সাংবাদিকসহ কমিটির সকল সদস্যগণ ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় শরীয়তপুরের আইনশৃংখলা পরিস্থিতি ভাল রয়েছে দাবি করা হয়। এছাড়াও বাল্য বিবাহ রোধ ও মাদক নিয়ন্ত্রণের প্রতি গুরুত্বারোপ করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ