রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘রেল সেবায় অনেক আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত হয়েছে। অন্যান্য যানবাহনের তুলনায় রেলপথে ভাড়া অনেক কম। সাধারণ মানুষও সাশ্রয়ী ভাড়ায় ট্রেনে যাতায়াত করতে পারছেন।’
শনিবার দুপুরে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।
রেলমন্ত্রী বলেন, ‘ট্রেনে ভাড়া কম হওয়ায় আগের তুলনায় রেলপথে যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ কারণে রেলে যাত্রী চাহিদা বিবেচনায় আসনের অতিরিক্ত ২৫ শতাংশ স্ট্যান্ড টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী পঞ্চগড় জেলা থেকে তেঁতুলিয়া হয়ে বাংলাবান্ধা পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করার পরিকল্পনাটিতে সম্মতি দিয়েছেন। যেকোনো সময় প্রকল্পটির কাজ শুরু হতে পারে।’
রেলওয়ে স্টেশন পরিদর্শনের সময় পঞ্চগড় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজাদ জাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, রেলওয়ের রাজশাহীর প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান, বিভাগীয় রেল ব্যবস্থাপক আব্দুস সালাম, স্থানীয় স্টেশন মাস্টার মাসুদ পারভেজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ