১৫ জুলাই, ২০২৩ ১৬:৩৫

‘ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ আগামী নির্বাচনে পরাজিত করতে পারবে না’

শরীয়তপুর প্রতিনিধি

‘ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ আগামী নির্বাচনে পরাজিত করতে পারবে না’

বক্তব্য দিচ্ছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘বঙ্গবন্ধুর তৈরি আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ও শক্তিশালী। বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কেন ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ আগামী নির্বাচনে পরাজিত করতে পারবে না। কারণ, আওয়ামী লীগকে ঘিরেই দেশের মানুষের আশা।’

আজ শনিবার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা আওয়ামী লীগ, অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে সখিপুরের চরভাগার বীরমুক্তিযোদ্ধা আবুল হাশেম মিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

জেলার ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্লার সভাপতিত্বে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাসহ সভায় ১৫শ’ প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর