পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা সন্তুষ্ট যে, মার্কিন নেতৃত্বের সঙ্গে আমাদের আলোচনা খুব উৎসাহজনক। সন্ত্রাস নির্মূলে অনেক পদক্ষেপ নিয়েছে তারা। বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতির কারণে সন্ত্রাসী হামলার কারণে কোনো বোমা বিস্ফোরণ, গ্রেনেড হামলা এবং মৃত্যুর মতো ভয়ের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার টুইন টাওয়ার ধ্বংসযজ্ঞ নিয়ে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে মোমেন বলেন, আমি দুঃখের সঙ্গে ৯/১১ টুইন টাওয়ার ধ্বংসযজ্ঞের কথা স্মরণ করছি। যে ঘটনায় দুই হাজার ৯৮৮জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন। যার মধ্যে ছয় জন বাংলাদেশি ছিলেন, এদের তিনজন আমার নিজের জেলা সিলেটের। এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ দমনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো অজুহাতে ২০০১ থেকে ২০০৬ সালের মতো সন্ত্রাসবাদ ও মৌলবাদের কুৎসিত চেহারা দেখতে চায় না বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন