বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপি সারাদেশে শক্তি অর্জন করছে। কারামুক্ত নেতাকর্মীরা সংগঠিত হচ্ছেন। সরকার পতনের চলমান কর্মসূচি অব্যাহত থাকবে।
জিয়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা জানান।
ফারুক বলেন, চলমান রাজনৈতিক সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ডামি সরকার দেশের মানুষের অধিকার সংরক্ষণ করতে পারেনি। গণতন্ত্রের কথা মুখে বলে উল্টো গণতন্ত্র হরণ করছে তারা।
 
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নির্দলীয় সরকারের অধীনে আবারও নির্বাচন ব্যবস্থার আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা।
সব পণ্যের দাম বেড়েই চলেছে। রমজানে মানুষ যেন দুবেলা খেতে পারে, এজন্য নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ খুব দরকার বলে জানান জয়নুল আবদিন ফারুক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        