জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘আমাদের দল আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে।
তিনি শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে এ কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকারের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় শুরা পরিষদের সদস্য ড. ইকবাল হোসাইন ভূইয়া, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সভাপতি মাওলানা আবদুল জব্বার প্রমুখ। জেলার সব উপজেলার সভাপতি ও সেক্রেটারিসহ ৮ শতাধিক রুকন এতে অংশ নেন।
এদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলনের মুখে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়া স্বৈরশাসক শেখ হাসিনা নিজে লুকিয়ে থেকে তাঁর প্রেতাত্মাদের উসকে দিয়ে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এ ধরনের অরাজকতা শক্ত হাতে দমন করে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। গতকাল সকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে মহানগরীর সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের রাজশাহী মহানগর আমির ড. মুহাম্মদ কেরামত আলীর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, লেখক অনুবাদক আলী আহমেদ মাবরুর, জামায়াতের রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, জামায়াতের মহানগরীর সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন