ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপুর দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
সোমবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, রাজধানী দক্ষিণখান এলাকায় একই মঞ্চে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বসিয়ে বক্তৃতা করানোর সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। কারণ দর্শানোর নোটিশের আপনি যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়।
সুতরাং আপনার প্রাথমিক সদস্যসহ দলের সকল পর্যায়ের পদ ৩ (তিন) মাসের জন্য স্থগিত করা হলো।
বিডি-প্রতিদিন/সা