বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন শপথগ্রহণ করেছেন।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নির্বাচিত সিটি আমিরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় প্রধান নির্বাচন কমিশনার ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য আয়োজিত রুকন সম্মেলনে নবনির্বাচিত সিটি আমিরের শপথ পড়ান সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এ নসময় ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। শপথ শেষে অতিথিরা ও নবনির্বাচিত আমির রুকনদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। আল্লাহর রহমত কামনায় মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মুজিবুর রহমান।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রুকন সম্মেলনে ২০২৫-২০২৬ সেশনের জন্য আমির নির্বাচনের ভোট দেন ১০ হাজার ভোটার। গত ২৩ অক্টোবর কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান রুকনদের সর্বোচ্চ ভোটে নির্বাচিত আমিরের নাম ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/কেএ