ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ফেনী জেলা জামায়াতের উদ্যোগে সমাবেশ ও পল্টন ট্র্যাজেডির চিত্র প্রদর্শনী করা হয়েছে। সোমবার বিকেলে জেলা জামায়াতের আমীর একেএম শামছুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁঞা।
সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মুফতি আবদুল হান্নান, অধ্যাপক আবু ইউসুফ, নায়েবে আমীর শহর আমীর মো. ইলিয়াস, ফেনী সদর আমীর নাদেরুজ্জামান। জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, শিবিরের শহর শাখার সভাপতি শরিফুল ইসলাম, জেলার সভাপতি ইমাম হোসেন, শহর সেক্রেটারী ইঞ্জিনিয়ার নজরুল, সদর উপজেলা সেক্রেটারী অধ্যাপক শিহাব উদ্দিন, জামায়াত নেতা এড জামাল ও হারুন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল