ঝিনাইদহে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনিদের্শনা মূলক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে শহরের জোহান পার্কের মিলনাতায়নে এ কর্মী সভার আয়োজন করে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
এতে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা যুবদলের আহসান হাবীব রনক। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, যুবলদলের সিনিয়র যুগ্ম সাধারন বিল্লাল হোসেন তারেক,সেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, ছাত্রদলের সাধারন সম্পাদক নাসির উদ্দিন নাসির,ঝিনাইদহ জেলা যুবদলের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা এসএম সমিনুজ্জামান সমিন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মানিক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাধারন সম্পাদক শাহেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের দোষরদের সাথে যারা মিল করে চলেছেন তাদের জায়গা দলে হবে না। আন্দোলন সংগ্রামে অনেককে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এখন তারা দলে ভীড়ে বিভিন্ন রকম কুকর্ম করে দলের মান ক্ষুণ্ণ করছে। তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান বক্তারা।
বিডি প্রতিদিন/আশিক