দ্রুত সমস্ত মামলা খারিজ করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান। এছাড়াও গত ১৭ বছরে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা করা হয়েছে সেই সব মামলা খারিজের দাবিও জানান তিনি।
শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে পৌর শ্রমিক দলের উদ্যোগে অনুষ্ঠিত এক কর্মী সভায় এসব কথা বলেন তিনি।
উপজেলার লতিফপুর এলাকায় কালিয়াকৈর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সামছুল আলম সরকারের সঞ্চালনায় ও কালিয়াকৈর পৌর শ্রমিক দলের সভাপতি এ.কে. আজাদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন খান ও শ্রমিক দলের নেতাসহ পোষাাক কারখানার শ্রমিকরা।
এসময়, পোশাক কারখানাগুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে বলে দাবী করেন উপস্থিত বক্তারা।
বিডি প্রতিদিন/আশিক