বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা বলেছেন, আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে দিয়েছে। তাদের অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। কারণ তারা দেশের শত্রু, জনগণের শত্রু। বিএনপিতে অনেক নতুন পাখির আবির্ভাব হয়েছে। তারা কোনদিন দলের ভালো চায়নি। দলের যখন দুঃসময় ছিল তখন তারা মাঠে না থেকে পরিবার পরিজন নিয়ে ঘুমিয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার গগনপুর ফুটবল মাঠে ঘোষনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মতিউর রহমানের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক স্থানীয় সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভিন পলি, পত্নীতলা থানা বিএনপির আহ্বায়ক আক্কাস আলী, পত্নীতলা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মিন্টু, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ রায়হান শাহিন, পত্মীতলা থানা বিএনপির আহ্বায়ক সদস্য আবদুল্লাহ আল ফারুকসহ থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দ্বি-বার্ষিক কাউন্সিলে ইমামুল মুত্তাকিনকে ও ইজ্ঞিনিয়ার হারুনুর রশীদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত