বাংলাদেশকে শক্তিহীন রাষ্ট্রে পরিণত করার জন্যই পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মুহাম্মদ লিটন।
আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে পিলখানা হত্যার পুনঃতদন্ত, ষড়যন্ত্রকারীদের সেনা আইনে বিচার ও ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবিতে আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন পিএনপি’র চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ মিশনসহ বিশ্বের বিভিন্ন দেশে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বিশ্ব দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াবার সম্মান কুড়িয়ে আনে বলে সার্বভৌমত্ব বিরোধীরা পরিকল্পিত হত্যাযজ্ঞের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পিলখানা হত্যাকাণ্ডের মত ঘৃণ্য আর লোমহর্ষক ঘটনা ঘটিয়েছে। যা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। বিডিআর বিদ্রোহের নামে সুপরিকল্পিতভাবে দেশপ্রেমিক ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে বাংলাদেশকে শক্তিহীন রাষ্ট্রে পরিণত করার জন্য। দেশবিরোধী আন্তর্জাতিক ষড়যন্ত্র বাস্তবায়নে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলে নূর তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন, আওয়ামী লীগের সিনিয়র নেতারা এই ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।
তিনি আরও বলেন, ভারতের বিখ্যাত লেখক অবিনাশ পালিয়ল এর লেখা বই নিউ জার্নিশ বইয়ে স্পষ্ট লেখা আছে, নেত্র নিউজের আর্টিকেলও লেখা আছে এই হত্যার ষড়যন্ত্র পরিকল্পিত। তাই এ হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করে সেনা আইনে বিচার ও ২৫শে ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস হিসাবে ঘোষণা করার জন্য বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব টি.এম কামরুল হাসান হৃদয়, সহ সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক হাজী মো. নুরুন্নবী, শ্রম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কেন্দ্রীয় নেতা মোঃ আকমল আলী প্রমুখ
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ