বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি বহুমাত্রিক রাজনৈতিক দল।রাজনীতির পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি, আর্থ-সামাজিক ও মানবতার সেবায় কাজ করছে বিএনপি।
শুক্রবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ বিভাগীয় শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।
অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক এড. ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, জিয়া ক্রিকেট টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে টুর্নামেন্ট উদ্বোধন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।
অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি মানুষের মানসিক বিকাশে বিএনপি বদ্ধপরিকর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্রীড়া, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ রক্ষা, চর্চা ও বিকাশে উদ্যোগ নিয়েছিলেন। যে কারণে সামাজিক অবক্ষয় ও অনৈতিকতার কবল থেকে দেশকে তিনি রক্ষা করতে পেরেছিলেন।
তিনি আরও বলেন, জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদাঙ্ক অনুস্মরণ করে তারেক রহমান কাজ করবেন এবং ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে কাজ করবেন, গ্রাম থেকে শহর, সর্বত্র মাঠসমূহ খেলাধূলায় মেতে উঠবে, দেশে তারুণ্যের নব জাগরণ সৃষ্টি হবে ।
বিডি-প্রতিদিন/বাজিত